
এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে রেড ডেভিলদের।
ম্যাচের শুরু থেকে ওয়েস্ট হ্যামকে চাপে রাখে ম্যানইউ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যাওয়া হয়নি ওলে গানার সোলশায়ার শিষ্যদের। ম্যাচের ৫৩ মিনিটে সহজ সুযোগ মিস করেন মার্কাশ র্যাশফোর্ড।
এরপর নির্ধারিত সময়ে আরো বেশ কয়েকটি গোছানো আক্রমণ করেও ওয়েস্ট হ্যামের রক্ষণ ভাঙ্গতে পারেনি রেড ডেভিলরা। ম্যানইউ গোলের দেখা পায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে গোল করেন স্কট ম্যাকটোমিনে। তার করা একমাত্র গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা।