
আলোচনা-সমালোচনা কোনো কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। শোবিজ অঙ্গনে পা রাখার পর আপন মনে এগিয়ে চলছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। মডেল ও নায়ক পরিচয় ছাপিয়ে তিনি এখন পুরোদস্তুর ‘গায়ক’। গত কয়েক মাসে তিনি প্রকাশ করেছেন প্রায় ৩০টি গান।
তারই ধারাবাহিকতায় এবার ভালোবাসা দিবস উপলক্ষে এবার তিনি প্রকাশ করলেন নতুন দুই গান। এর একটি ‘এলো ভ্যালেন্টাইন্স ডে’ আর অন্যটি হলো ‘একটা গার্লফ্রেন্ড দেনা রে’।
ইতিমধ্যেই গান দুটি প্রকাশ হয়েছে হিরো আলমের ইউটিউব চ্যানেলে। বরাবরের মতো এবারও হিরো আলমের গান নিয়ে নেট দুনিয়ায় চলেছে আলোচনা ও সমালোচনা।
এব্যাপারে হিরো আলম জানিয়েছেন, সকল প্রেমিক যুগলদের উৎসর্গ করে গানগুলো গাওয়া। ‘গানগুলো ভালোবাসা দিবসের বিশেষ চমকও বলতে পারেন।