রাজনীতিআওয়ামী লীগবাংলাদেশ
লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি

করোনা সংক্রমণকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে লঞ্চের ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এ কথা জানান। তিনি আরো বলেন এ জন্য লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে যা আজ থেকে কার্যকর হবে। তবে লঞ্চের কেবিনের জন্য এ ভাড়া প্রযোজ্য নয়।
প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে স্বাস্থ্যবিধি মানা কঠিন। এজন্যই স্বাস্থ্যবিধি মানাতে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে। একইসঙ্গে যাত্রী সাধারণকে খুব বেশি প্রয়োজন ছাড়া স্থানান্তর না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
বাংলাটিভি/শহীদ