
রাজধানীতে অস্বাভাবিক রকম বেড়েছে মৌসুমী ফল তরমুজের দাম। বেশিরভাগ বাজারেই বিক্রি হচ্ছে কেজি দর ধরে। যা চলতি সপ্তাহে কেজিপ্রতি ৮০ টাকার উপরে। অনেক বিক্রেতা আবার কৌশল করে, কেজির হিসেবে গোটা তরমুজের দাম বেঁধে রেখেছেন ৪০০ থেকে ৫০০ টাকা। তবে ক্রেতা কম থাকায় কমেছে আপেল, খেজুর, মাল্টাসহ অন্যান্য ফলের দাম।
রমজানের মধ্যেই তীব্র তাপদাহে চাহিদা বেড়েছে গ্রীষ্মকালীন ফলমূলের। সারাদিন রোজা শেষে পানীয় চাহিদা পূরণে নানা রকম রসালো ফল কিনতে দেখা যায় ক্রেতাদের।
রাজধানীর বাজার বেশ কিছুদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমী ফল তরমুজ। লকডাউনের অজুহাতেও বেড়েছে আকাশ ছোঁয়া দাম। পিস হিসেবে কেনা তরমুজ, খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে অন্তত ৮০ টাকা কেজি দর ধরে।
আবার ক্রেতারা কেজিতে বিক্রি নিয়ে অভিযোগ করলে, বিকল্প কৌশলে কেজি হিসেবে ধরেই গোটা তরমুজের অস্বাভাবিক মূল্য রাখা হচ্ছে।
তবে, করোনাকালীন সময়ে ক্রেতা উপস্থিতি কম থাকায় অন্যান্য ফলমূলের দাম কিছুটা কমেছে।
এদিকে, রমজানের শেষদিকে এসে কিছুটা নিম্নমুখী নিত্যপণ্যের বাজার। তবে লাগাম ছাড়িয়েছে ভোজ্যতেলের দাম।
বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ সাধারণ ক্রেতাদের।
বাংলাটিভি/রাজ