fbpx
বাংলাদেশজনদুর্ভোগ

কোভিড রোগির বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা

এক গাড়িতেই অক্সিজেন সিলিন্ডার, এক্সরে মেশিন এবং করোনা নমুনা পরীক্ষার যন্ত্রপাতি নিয়ে রোগির বাড়িতে হাজির- এ যেন ভ্রাম্যমাণ এক হাসপাতাল। রাজধানীতে কোভিড আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিতে এমন ব্যবস্থা চালু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। ফোন করলেই পৌঁছে যাচ্ছে চিকিৎসক দল। হাসপাতালের উপর চাপ কমানোসহ, ঝক্কি এড়িয়ে রোগীদের দ্রুত ও সহজ চিকিৎসা দিতেই এমন অভিনব উদ্যোগের কথা জানালেন সংশ্লিষ্টরা।

মহামারী করোনাভাইরাসের চিকিৎসা সেবা দিতে হিমসিম অবস্থা হাসপাতালগুলোতে। প্রতিদিন বাড়ছে অক্সিজেনের চাহিদা। কোভিড আক্রান্ত বেশিরভাগ মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে সৃষ্টি হচ্ছে নানা সংকট।

এ অবস্থায় করোনা রোগীদের জন্য ভ্রাম্যমাণ সেবা চালু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শুধু একটি ফোন করলেই হাসপাতালের যাবতীয় সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স নিয়ে রোগীদের বাড়িতে হাজির হচ্ছেন চিকিৎসক দল। প্রাথমিক ভাবে ৩টি অ্যাম্বুলেন্সে এধরনের সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

রোগীর অবস্থা বুঝে নিচ্ছেন চিকিৎসকরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। বাড়িতে থাকা স্বজনদের নির্দেশনা দেয়া হচ্ছে কোন পরিস্থিতিতে কি করতে হবে। করোনায় আক্রান্ত রোগিদেরতে হাতের নাগালেই চিকিৎসা দিতে এই জরুরি সেবা। এক গাড়িতেই থাকছে জরুরি অক্সিজেন সিলিন্ডার, ফুসফুল পরীক্ষার জন্য এক্সরে মেশিন এবং করোনা নমুনা টেস্টের যন্ত্রপাতিসহ অন্যান্য সরঞ্জামাদি।

প্রাথমিকভাবে ধানমন্ডি ও আশপাশের এলাকায় এ সেবা দেয়া হচ্ছে, আগামীতে পরিধি আরও বাড়ানো হব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাড়িতে থেকেই করোনার রোগীরা চিকিৎসা নিলে, একদিকে হাসপাতালের উপর চাপ যেমন কমবে, তেমনি রোগীরাও মানসিক স্বাস্থ্যও দ্রুত চাঙ্গা হয়,বলে জানালেন চিকিৎসকরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button