fbpx
বাংলাদেশঅন্যান্যদেশবাংলা

আজ মহিমান্বিত শবে ক্বদর

২৬ রমজানের আজ দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত  এবং ‘কদর’ শব্দের অর্থ মর্যাদা। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, লাইলাতুল কদরে মহান আল্লাহ নৈকট্য লাভ করেন মুসল্লীরা। এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়।

তাই এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক পূণ্যের। এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যদিও শবে কদরের নির্দিষ্ট কোনও তারিখ নির্ধারিত নেই। তবে ২৬ রমজানের দিবাগত রাতকেই পবিত্র লাইলাতুল কদর বলে  আলেমরা মনে করেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button