fbpx
বাংলাদেশ

মমেকের করোনায় আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন।

বোরবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা যান।

এদিকে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৮ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button