
লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। রোবারের আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো থেকে হেরে এসেছে রোনাল্ড কোমানের শিষ্যরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছে বার্সেলোনা। স্বাগতিক আতলেতিকোর রক্ষণে শুরুতেই ঝাপিয়ে পড়ার চেষ্টা করে ডিপাই-কুতিনিয়োরা। কিন্তু আতলেতিকোর গোছানো রক্ষণকে কোনোভাবেই পরাজিত করতে পারেননি তারা।
উল্টো ২৩ মিনিটে এক গোল খেয়ে বসে বার্সেলোনা। লুইস সুয়ারেজে অসাধারণ এক পাস থেকে দুর্দান্ত গোলে আতলেতিকোকে এগিয়ে দেন টমাস লেমার। এরপর জোয়াও ফেলিক্সের অসাধারণ এক পাস থেকে আতলেতিকো স্কোর শীটে আরকে গোল জমা হলে ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে লা-লিগায় টানা হারের কারণে বাদ পড়ার শঙকায় ভুগছে কাতালন ক্লাবটি।
বাংলাটিভি/ সাকিব