fbpx
রাজনীতিআওয়ামী লীগ

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশ ও শোভাযাত্রা

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা শুরু হয়েছে। সকাল থেকেই নেতা-কর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উপস্থিত হতে শুরু করেন।

সকাল সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এসময় নেতা-কর্মীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। এসব ব্যানার ও ফেস্টুনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে আওয়ামী লীগের পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও ঢাকার পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালন করছে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ এ কর্মসূচি ঘোষণা করে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সব নেতা-কর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশনা দেন এবং যেকোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button