fbpx
বাংলাদেশপড়াশোনাশিক্ষা

বেসরকারি বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত

সরকারি বিআরটিসির পরে বেসরকারি  গণপরিবহনেও শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিয়য়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গত কয়েকদিন ধরেই এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করে চলেছে। তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ার ঘটনায় শিক্ষার্থীরা বেশ কয়েকবার আন্দোলন করেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী মারা যাওয়ার পরে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এতে শিক্ষার্থীদের হাফভাড়াসহ আরও বেশকিছু দাবি তোলা হয়।দাবির প্রেক্ষিতে সরকার বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর করে। আর বলা হয়, অচিরেই বেসরকারি বাসগুলোর ভাড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button