fbpx
বাংলাদেশসরকার

বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার: সেনা প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে যা যা করনীয় এবং যতটুকু সহযোগিতা করার সুযোগ সরকারের আছে তার সম্পূর্ণটাই করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সকালে ময়মনসিংহ সেনানিবাসে সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে তিনি ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  এসময় আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এম এম মতিউর রহমানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা ও ঘাটাইল অঞ্চলের ইউনিট ও সংস্থার কর্মকর্তা,জেসিও এবং সৈনিকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৯ টি পদাতিক ডিভিশন ও ৫টি বিগ্রেডসহ ১৫টি ফর্মেশন থেকে ২৯ টি দল অংশগ্রহণ করেন। এতে ১০ পদাতিক ডিভিশনের বীরদল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশনের ১৪ বেঙ্গলদল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button