fbpx
বাংলাদেশশিক্ষাসরকার

জ্ঞানে বিজ্ঞানে দক্ষ মানবিক গুণসম্মত মানুষ তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শুধু সনদ দিয়েই যেন দায়িত্ব শেষ না হয়। জ্ঞানে বিজ্ঞানে দক্ষ মানবিক গুণসম্মত মানুষ তৈরি করতে হবে। যেন জ্ঞানে বিজ্ঞানে সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে। এজন্য শিল্প ও কর্মের ওপর কারিকুলাম তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সাবাস বাংলাদেশ চত্বরে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, খুব দক্ষ মানুষ তৈরির পরও যদি মানবতাবোধ না থাকে তাহলে আমরা ব্যর্থ হবো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার বদলালেই ইতিহাস বদলায় না, আওয়ামী লীগ যখন সরকারে থাকে তখন প্রকৃত ইতিহাস সামনে তুলে ধরে, কিন্তু স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি চক্র যখন ক্ষমতায় থাকে তখন তারা দেশের ইতিহাস বারবার বিকৃত করেছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার কথা অবশ্যই পাঠ্যপস্তুকে আসতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। এর সঙ্গে সবাইকে চলতে হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button