fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

র‌্যাব ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জনগণ ভালভাবে নেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে টেলিফোনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ‌সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী র‌্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনার আশ্বাস দেন।

এসময় বাংলাদেশের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে ফোনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশের সাথে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান ভারতের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের এসময় বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি  শ্রী রাম নাথ কোবিন্দ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button