বছরের প্রথমদিনে স্কুল শিক্ষার্থীদের হাতে হাতে পৌছেছে নতুন বই। করোনা পরিস্থিতিতে এবছরও উৎসব না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষে ধাপে ধাপে দেয়া হচ্ছে এসব নতুন পাঠ্যপুস্তক। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রাণের উচ্ছাস নিয়ে নতুন ক্লাসে যোগ দেয়া তারা। শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নভাবে এগিয়ে নেয়ার আশা শিক্ষক-অভিভাবকদের।
সকল সংশয় কাটিয়ে নতুন বছরের প্রথমদিনে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সকাল থেকে রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা নতুন বই নিতে জড়ো হয় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নির্ধারিত বই।
নতুন বই হাতে পেয়ে বরাবের মতোই উল্লসিত শিক্ষার্থীরা।অভিভাবক ও শিক্ষকরা আশা করছেন, নতুন বছরে ঠিকমতোই এগিয়ে যাবে শিক্ষাকার্যক্রম।
এদিকে সারাদেশেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃংখলভাবে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।পুরোনো জরাজীর্ণতা কাটিয়ে, নতুন বছরে আরো নতুন উদ্যমে লেখাপড়া করতে উন্মুখ শিক্ষার্থীরা।
বাংলাটিভি/শহীদ