fbpx
বাংলাদেশশিক্ষা

আজ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়

দেশে আবারও করোনার সংক্রমণ বেড়ে চলায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভার্চ্যুয়ালি এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ওমিক্রন বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শনিবার মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না, বরং চায় প্রত্যেক শিক্ষার্থী যেন করোনার টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে, যা চলমান রয়েছে।

শিক্ষা কার্যক্রমের ঘাটতি পূরণের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয় মন্ত্রণালয় থেকে। তবে মন্ত্রণালয়ের আশংকা, অনেকেই যেভাবে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে চলছেন, তাতে করোনার সংক্রমণ বাড়লে শিক্ষার ক্ষতিই সবচেয়ে বেশি হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button