fbpx
বাংলাদেশ

সরকারঘোষিত বিধিনিষেধ উপেক্ষা, মাস্ক ব্যবহারে অনীহা

করোনা সংক্রমণরোধে আজ থেকে সারাদেশে কাযকর হয়েছে সরকারি বিধিনিষেধ। মন্ত্রিপরিষদঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে বাসার বাইরে বের হতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে সড়ক, বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা লক্ষ্য করা গেছে। মাস্ক থাকলেও তা অনেকেই ঠিকমত পড়ছেন না।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন ও বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করার পাশাপাশি স্বাস্থ্য বিধি মানার কথা থাকলেও তা অনেকাংশেই তা মানা হচ্ছে না।

এদিকে,বাসে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা লক্ষ্য করা গেছে।পরিবহন শ্রমিকদের টিকার সনদ থাকা বাধ্যতামূলক হলেও অনেকেই এখনও টিকা নেননি।

রেলস্টেশনেও দেখা গেছে স্বাস্থ্যবিধি উপেক্ষার একই চিত্র। মাস্ক ছাড়া ঘুরছেন অনেকেই।

করোনা নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ কাযর্করে মোবাইল কোর্ট পরিচালনার কথা থাকলেও রাজধানীতে তেমন কোন তৎপরতা দেখা যায়নি।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button