fbpx
বাংলাদেশশিক্ষাসরকার

ছুটির দিনে জমে উঠেছে বইমেলা

KSRM

প্রথম ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। শুক্রবার হওয়ায় মেলা শুরু হয়েছে সকাল ১১টায় চলে রাত ৯টা পর্যন্ত। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে পাল্টে দেখে-কিনে সুন্দর সময় পার করেছেন বই প্রেমীরা।

সকাল থেকেই সব বয়সী পাঠক-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করেন পাঠক-দর্শনার্থীরা। স্টল ঘুরে দেখা ও বই কেনার পাশাপাশি মেলায় দলগতভাবে আড্ডা দিতে দেখা যায় অনেককে।

মেলায় এসে নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছেন বই প্রেমিরা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টিয়েই দেখে  কিনছেন প্রিয় লেখকের বই।এবার করোনা সংক্রমণের কারণে ছুটির দিনে রাখা হয়নি শিশুপ্রহর। তারপরও মেলায় শিশুরা এসেছে বাবা মায়ের হাত ধরে, কিনছেন পছন্দের রঙ বে-রংয়ের বই।

২১শে ফেব্রুয়ারি সামনে রেখে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে আশা করছেন লেখক-প্রকাশকরা, দাবি জানান সময়সীমা বাড়ানোর।আজ মেলায় বই জমা হয়েছে ১৭৭ টি,মোড়ক উম্মোচন হয়েছে ১৮ টি বইয়ের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button