
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকাপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’তে ২৯ জন নাবিক ছিলেন। রকেট হামলায় একজন নাবিক মারা গেছেন। বাকি ২৮ জন অক্ষত ও ভালো আছেন। তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা কূটনৈতিকপর্যায়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছি। হয়তো দ্রুত তাদের সেখান থেকে নিয়ে আসতে পারব।
ইউক্রেনে আটকাপড়া জাহাজটিতে গতকাল বুধবার রকেট হামলায় বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান মারা যান। এ ঘটনায় অন্য নাবিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দ্রুত উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়ার ব্যবস্থা করার জন্য পরিবারগুলোর পক্ষ থেকে সরকারের কাছে আকুতি জানিয়েছেন।
জাহাজের বর্তমান অবস্থা ও নাবিকদের বিষয়ে জানতে চাইলে নৌ-প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সবার সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা পোল্যান্ডের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। জাহাজের ক্যাপ্টেনের সঙ্গেও কথা বলেছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সবাই চেষ্টা করছি। নাবিকরা জাহাজ থেকে নেমে গেলে, তাদের নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
জাহাজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আমাদের জাহাজে এক মাসের বেশি সময়ের খাবার মজুত ছিল। গতকাল রাতে মিসাইল হামলায় জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাই। এরপরই খবর আসে আমাদের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান জাহাজে মিসাইলের আঘাতে মারা গেছেন। বাকি ক্রুরা ফায়ার ফাইটিংয়ের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। জাহাজ এখন চলাচল করা সম্ভব নয়। সেখানে একটা আতঙ্ক ছড়িয়েছে,এটা স্বাভাবিক। সেখানে যুদ্ধ চলছে। তারা যুদ্ধের মধ্যে আটকা পড়েছেন। তারা মুভমেন্ট করতে পারছে না। এর মধ্যে সেখানে মিসাইল হামলা হয়েছে। আমরা সবকিছু বিবেচনায় জাহাজের ক্রুদের জীবনের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।
বাংলাটিভি/শহীদ