fbpx
আন্তর্জাতিকঅপরাধআইন-বিচারইউরোপ

হামলা অব্যাহত থাকায় মস্কোর সঙ্গে শান্তি আলোচনা ঝুঁকিতে: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলার মাত্রা বৃদ্ধি পাওয়ায় মস্কোর সঙ্গে শান্তি আলোচনা ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউক্রেন।

এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, বুচা ও মারিওপোল পরিস্থিতি শান্তি আলোচনাকে কঠিন করে তুলছে।রাশিয়ার সব সিদ্ধান্ত এককভাবে রুশ প্রেসিডেন্ট নেয়ায় পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের ব্যাপারে আবারও নিজের আগ্রহের কথা জানান তিনি। এরইমধ্যে দক্ষিণাঞ্চলের খারসনের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি মারিওপোলের বেশিরভাগ অংশই মস্কোর দখলে।

হামলার তীব্রতা বৃদ্ধির অভিযোগে ২৯শে মার্চের পর মুখোমুখি শান্তি আলোচনায় বসেনি দুই দেশ। তবে শান্তি আলেচনায় ব্যর্থতার জন্য কিয়েভ ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করে আসছে মস্কো।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, কিয়েভের সঙ্গে এই সংঘাত যুক্তরাষ্ট্রের একমেরুভিত্তিক বিশ্ব তৈরীর উচ্চাকাঙ্খার ফল। এদিকে, নভেম্বরে আসন্ন জি টুয়েন্টি সম্মেলনে যুদ্ধরত দুই দেশের নেতাই অংশ নিতে পারেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়া।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button