fbpx
খেলাধুলাফুটবল

বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ভারত

ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে সমানে সমান লড়ালো দুই দল। স্কোরলাইন ২-২ হওয়ার পর যেন স্বাগতিক ভারতের তেজ আরও বেড়ে গেলো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আরও আগ্রাসী ফুটবল খেলেই বাংলাদেশকে ধসিয়ে দিয়েছে তারা। ‘নম্বর নাইন’ গুরকিরাত সিংয়ের চার গোলের সুবাদে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশকে তারা হারিয়েছে ৫-২ গোলের বড় ব্যবধানে।

অথচ লিগ পর্বে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ সবাইকে অবাক করে দিয়েছিল। পুরো টুর্নামেন্টেই অবাক করার মতো নৈপুণ্য দেখিয়েছিল লাল-সবুজরা। কিন্তু ফাইনালে এসে একই দলের বিপক্ষে ৯০ মিনিট লড়াই করেও অতিরিক্ত সময়ে গিয়ে হয়েছে সর্বনাশ!

ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে কিক অফের পর প্রথম মিনিটে আক্রমণ হানে ভারত। বক্সের বেশ বাইরে থেকে হিমাংশু জাংরার জোরালো শট আটকালেও গ্লাভসে জমাতে পারেননি মোহাম্মদ আসিফ। আলগা বলের নিয়ন্ত্রণ নিতে ছুটে যান গুরকিরাত সিং-আসিফ দুজনেই। আসিফের চার্জে গুরকিরাত পড়ে গেলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পরে এই স্ট্রাইকারই ভারতকে এগিয়ে নেন।

শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ কিছুটা গুছিয়ে নিয়ে প্রথম আক্রমণ করে ১০ মিনিটে। কিন্তু রফিকুল ইসলামের শট দূরের পোস্টের বাইরে দিয়ে চলে গেলে ব্যর্থ হতে হয়েছে।

এরপর ভারত ব্যবধান বাড়ানোর ভালো সুযোগটি তৈরি করে ৩১ মিনিটে। গুরকিরাত শট নিলেও অল্পের জন্য তা ক্রসবারের ওপর দিয়ে চলে গেছে। একটু পর সতীর্থের পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠেন ভারতের এই স্ট্রাইকার। কিন্তু পোস্টের বাইরে মেরে ব্যবধান দ্বিগুণের ভালো সুযোগ নষ্ট করেন তিনি। ৩৮ মিনিটে ইমরানকে কাটিয়ে জায়গা করে নিয়ে জোরাল শট নেন হিমাংশু। আসিফ লাফিয়ে ফিস্ট করে ব্যবধান বাড়তে দেননি।

তার পর বাংলাদেশ সমতায় ফেরে প্রথমার্ধের শেষ দিকে। পায়ের কারিকুরিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রফিকুল। তার পাস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় রাজনের সামনে। বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি।

বিরতির পর দ্বিতীয় গোলও পেয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে ইমরানের ফ্রি কিক এক ডিফেন্ডার পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বক্সেই বল পেয়ে যান শাহীন। প্রথম স্পর্শে বল একটু ফাঁকায় বের করে নিয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। কিন্তু এই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজরা। ৫৯ মিনিটে ভারতও সমতায় ফেরে। বক্সের ঠিক ওপর থেকে গুরকিরাতের বুলেট গতির শট জালে জড়ালে স্কোরলাইন হয় ২-২।

সমতা থাকায় পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই জয় হয়েছে স্বাগতিকদের।৯৩ মিনিটে গোলকিপার আসিফ এগিয়ে আসলে তাকে পরাস্ত করে দুরূহ কোণ থেকে গুরকিরাত সিং চতুর্থ গোলটি করে বাংলাদেশকে ছিটকে দেন।৯৯ মিনিটে গুরুকিরাত সিং ৪০ গজ দূর থেকে জোরালো শটে স্কোর ৫-২ করেন। সেখানেই আনুষ্ঠানিক ইতি ঘটে ম্যাচের। বাংলাদেশ চেষ্টা করেও আর গোল দিতে পারেনি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button