
সাফ ফুটবলে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো শিরোপার মুকুট জয় করে, আজ মাতৃভূমিতে ফিরলো বাঘীনীরা। বিমানবন্দরে পৌঁছতেই বর্ণিল সংবর্ধনায় ভাসে বীরকন্যারা। দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে উৎসব-আয়োজনে বরণ করে নেয়া হয় তাদের। পরে বিজয়ী দল ছাদখোলা বাসে রাজধানীর সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে যায়। এ শোভাযাত্রায় পুরোটা পথে, উচ্ছ্বসিত লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয় চ্যাম্পিয়নরা…।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে, প্রথমবারের মতো শিরোপা ছিনিয়ে আজ দুপুরে, তাদের স্বদেশ ফেরা। বাঘিনীদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনকে সাদর সম্ভাষণ জানাতে, বিমানবন্দরে ছিলো জমকালো আয়োজন।
সাবিনাদের বরণ করে নিতে এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ।
এসময় খেলোয়াড়দের যথার্থ পারিশ্রমিকে নিশ্চিত করাসহ বাংলাদেশ ফুটবলের সার্বিক উন্নয়নে, সক্রিয় পদক্ষেপ নেয়ার জোর দাবি জানায় বিজয়ী দল।
চ্যাম্পিয়নদের জন্য ছাদখোলা বাসে করে, উল্লাস উদযাপনের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দর এলাকা থেকে রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করে, মতিঝিলের বাফুফের কার্যালয়ের দিকে যায়, তাদের বহনকারী ছাদখোলা বাসটি। পুরোটা পথজুড়ে বাঘিনীদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা জানায় সর্বস্তরের মানুষ।
বাংলাদেশের হয়ে এতোবড় অর্জন বয়ে আনা বিজয়ীদের, চিরকাল স্মরণীয় রাখবে গোটা জাতি।
বাংলা টিভি/ মাসুদ রানা