fbpx
আন্তর্জাতিকএশিয়া

ভারতের পাঞ্জাবে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, নিহত অন্তত ৪

ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। আর সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে ওই দলটি অনুসন্ধান অভিযান চালাচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, দেশটির রাজধানী নয়াদিল্লি থেকে ৬ ঘণ্টার দূরত্বে অবস্থিত এই ঘাঁটির ভেতর থেকে দুইদিন আগে একটি ইনসাস রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি খোয়া যায়। ঘাঁটিটিতে সাধারণ সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা থাকেন। এটি মূলত একটি আবাসিক সেনা ঘাঁটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button