fbpx
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপিনেতা চাঁদ গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ‘রাজশাহী নগরীর ভেরিপাড়া মোড় থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঁদকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।’

দলীয় সূত্র জানায়, আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হওয়ায় আজ তিনি আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জনসমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে। ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button