fbpx
বাংলাদেশ

কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য উপহার হিসেবে গ্রহন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি, কলাগাছের তন্তু থেকে তৈরি ৩টি শাড়ী এবং ২টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মনিপুরী ডিজাইনের এই শাড়ী প্রস্তুত করেন, মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দেয়া শাড়ী ৩টি তৈরি করেছেন, অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এছাড়া,পার্বত্য এলাকায় বসবাস উপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল,জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button