fbpx
বাংলাদেশ

আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাস নৈরাজ্যের উস্কানিদাতা কাউকে ছাড় দেয়া হবে না।

বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতারা দলটির কর্মীদেরকে আগুন সন্ত্রাস করার নির্দেশনা দিচ্ছেন।

রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ তৈরি করলে পুলিশ বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button