বাংলাদেশ
নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে কিংবা ভাঙচুর-অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে, রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে, সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচীতে বাঁধা দেবেনা সরকার। তবে, অগ্নিসন্ত্রাস ও ঢাকাকে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।