fbpx
রাজধানীজাতীয় পার্টিরাজনীতি

আ.লীগের সাথে জাপার জোটে আপত্তি রওশনের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন রওশন এরশাদ।

এসময় ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও মসিউর রহমান রাঙা এ বৈঠকে অংশ নেন । সাক্ষাত শেষে গণভবন থেকে বের হয়ে কাজী মামুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে জানান, নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকান্ডে তাঁর সমর্থন নেই। প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টির সাথে নির্বাচনী জোট না করতে অনুরোধও জানান তিনি। এ সময় মসিউর রহমান রাঙা বলেন, দলের আড়াই থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে জিএম কাদের। যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়নি বরং অপমান করেছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button