fbpx
আওয়ামী লীগঅন্যান্যরাজধানীরাজনীতি

রেললাইন কেটে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা: ওবায়দুল কাদের

গাজীপুরে রেললাইন কাটার ঘটনাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের উদ্দেশ্য হচ্ছে নাশকতার করে নির্বাচনকে বানচাল করা।

বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় সব ধরনের নাশকতা মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বক্তৃতার শুরুতেই, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।  নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। তারা দেশকে ধ্বংসস্তুপে পরিণত করতে চায়।

বিএনপি-জামায়াতের অপরাজনীতির সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, আগুনসন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক পাহারায় মাঠে থাকবে আওয়ামী লীগ।

এছাড়া জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি আর সমঝোতা হলেও, স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরানোর কোন পথ খোলা নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button