fbpx
বাংলাদেশ

৫০ সংরক্ষিত আসনের সব মনোনয়নপত্র বৈধ : ইসি

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জমা দেয়া আওয়ামী লীগের ৪৮ প্রার্থী ও জাতীয় পার্টির ২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

গতকাল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল । বিকেলে নির্বাচন ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের মনোনয়ন পাওয়া ৪৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।

দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ কার্যকর হতে কোন প্রতিবন্ধকতা নেই।

এর আগে সকালে জাতীয় পার্টির প্রার্থীরা দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেন। এসময় মুজিবুল হক বলেন, সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন তারা।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button