রাজধানী

সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে রিট

বেইলি রোডসহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে। এতে বেইলি রোডে অগ্নিকা-ে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

 রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button