দেশের সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

যথাযথ মর্যাদায় পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪। পেশাগত দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পুলিশ বাহিনী সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানাতে, প্রতিবছর পালন করা হয় ‘পুলিশ মেমোরিয়াল ডে’। শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে স্থাপিত ‘পুলিশ মেমোরিয়াল’ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এরপর পুলিশ বাহিনীর শহীদ সদস্যদের পরিবার সেখানে শ্রদ্ধা জানায়। পরে, শহীদ পুলিশ সদস্যদের স্বজনদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা পদক। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বলেন, মানুষের জানমাল ও গণতন্ত্র রক্ষায় কাজ করতে গিয়ে প্রতিবছরই পুলিশ সদস্যরা তাদের জীবন দিয়ে যাচ্ছেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেই জনগণ শান্তিতে ঘুমাতে পারে।
বাংলা টিভি/ রাজ



