সমুদ্রের অসীম সম্পদ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

সমুদ্রের অসীম সম্পদ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদরদপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ত্রিমাত্রিক বাহিনী হিসেবে কোস্টগার্ডকে গড়ে তুলছে। কারণ স্মার্ট বাংলাদেশ গঠনে কোস্টগার্ডের যথাযথ ভূমিকা প্রয়োজন। সরকারের সমস্ত উন্নয়ন পরিকল্পনায় কোস্টগার্ডও গুরুত্বপূর্ণ অংশ। এরআগে গভীর সমুদ্রের তথ্য ও নিরাপত্তা রক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে যুক্ত করে বাংলাদেশ কোস্টগার্ডের নতুন পাঁচটি ডিস্যাটনেট কমিউনিকেশন সিস্টেম উদ্বোধন করেন সরকার প্রধান।
পরে বাহিনীর বীরত্বপূর্ণ অবদান রাখা কোস্টগার্ড সদস্যদের পদক পরিয়ে দেন তিনি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে গভীর সমুদ্রে কাজ করা কোস্টগার্ড সদস্যদের যোগাযোগ আরো নিবিড় করতে ভিস্যাটনেট প্রযুক্তিরও উদ্বোধন করেন । পরে কোস্টগার্ড সদস্যদের কার্যক্রম নিয়ে তুলে ধরা অডিও ভিজুয়াল প্রদর্শনী প্রত্যক্ষ ।
বাংলাদেশের আওতাধীন জলসীমা নিয়ন্ত্রণ ও উপকূলীয় অঞ্চলের জলদস্যুতা দমন, চোরাচালান ও পাঁচার রোধ। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সমুদ্রের নিরাপত্তা প্রদানসহ আরো নানা কাজের লক্ষ্যে ১৯৯৫ সালে আধা সামরিক বাহিনী হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলা টিভি/ রাজ



