রাজধানী

বাংলাদেশে প্রথমবারের মত দুই দিন ব্যাপী ওয়েলবিং সামিট অনুষ্ঠিত

মানসিক সুস্থতায় সামাজিক অগ্রগতি লক্ষে ওয়েলবিং সামিট অনুষ্ঠিত। ভূমি, ভাষা ও জীবন এবং প্রজন্ম থেকে প্রজন্ম ভালো থাকা এ স্লোগানকে সামনে রেখে মানুষের সার্বিক সুস্থতা পরিচর্যার চেতনা প্রসারের লক্ষ্যে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করেছে দুই দিন ব্যাপী ওয়েলবিং সামিট কর্মশালা। দুই দিনব্যাপী এ সম্মেলনে আগত সকলের প্রত্যাশা নিজে ভালো থাকলে-ভালো কাজ করা যায়।

পরিবর্তনকামী মানুষদেরকে একত্র করবে যারা সমাজ পরিবর্তনে অগ্রগামী ভূমিকা রাখবে বলে আশা করেন তারা ।এ ইতিবাচক বার্তাকে উপজীব্য করে সাজানো হয়েছিলো এ অনুষ্ঠান । শুক্রবার সকালে বাংলা একাডেমিতে এ অনুষ্ঠান উদ্ভোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা।

তিনি বলেন বাংলাদেশে প্রথম এমন একটি উদ্যোগ গ্রহন করা হয়েছে যেখানে সকল বয়সের নারী-পুরুষ-শিশুদের ভালো থাকার বিষয়টি নিশ্চিত করতে একটি দিক নির্দেশনা পাওয়া যাবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা.অভ্র দাস ভৌমিক এ সময় উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনে সন্তানের সুষ্ঠু প্রতিপালনে বাবা-মায়ের দক্ষতা, ভালো থাকার সাথে খাদ্যের সম্পর্ক । শোক আমার শক্তি, রংএর আলোর উপর থেরাপিউটিক কর্মশালা,চায়ের আড্ডার মাধ্যমে দমের সাথি- একা কিন্তু একা নই খেলা,শিথীলায়ন, রিল্যাক্সেশন,মাটি নিয়ে খেলা,আলোকচিত্র প্রদর্শনি অনিুষ্ঠিত হয়।সমাপনি অনুষ্ঠানে টুনটুন সাহা ফকির বাউল সঙ্গিতে মন কাড়ে আগত সকলের।

বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম আঞ্চলিক ওয়েলবিং সামিট এর আয়োজন করেছে যা দ্যা ওয়েলবিং সামিট ঢাকা নামে পরিচিত।এটি বাস্তবায়ন করছে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন।

সহযোগিতা করেছে ফ্রান্স-ভিত্তিক মানসিক স্বাস্থ্য ও ওয়েলবিং বিষয়ক প্রতিষ্ঠান দ্য ওয়েলবিং প্রজেক্ট এবং ব্রাক ইন্সটিটিউট ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি, হিরোস ফর অল এবং ম্যাপ ফটো এজেন্সি লিবার্টি এবং ফোর এম টিভি (ইউ এস এ)

মানসিক স্বাস্থ্য ও ট্রমা মোকাবেলা বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, স্টোরিটেলিং, অন্তদৃষ্টি পুর্ন আলোচনা, থেরাপিউটিক কার্যক্রম, বিকল্প পদ্ধতিতে নিরাময়, আত্মার সাথে সম্পর্কিত শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের ভেতরে ইতিবাচক ও আনন্দদায়ক অনুভূতি তৈরির মাধ্যমে ভালো কাজ ও আচরণকে উৎসাহিত করার প্রয়াসকে তুলে ধরা হয়েছে।

বাংলা টিভি / রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button