রাজধানী

রাজধানীতে ন্যায্য দামে মাছ-মাংস-ডিম-দুধ বিক্রি শুরু

সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে মানুষকে স্বস্তি দিতে স্বল্পমূল্যে ৬টি খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রোজা সামনে রেখে রাজধানীতে শুরু হলো স্বল্প মূল্যের খাদ্যপণ্য বিক্রি।

মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে রাজধানীর ২৫টি স্থানে গরু ও খাসির মাংসসহ ৬টি খাদ্য পণ্য বিক্রি হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেছেন, শুধু রোজা নয়, সারাবছরই এমন কার্যক্রম চলবে।

এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর আলাদা করে এই উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় গরু মাংস ৬০০টাকা প্রতি কেজি, খাসির মাংস ৯০০ টাকা প্রতি কেজি, ড্রেসড ব্রয়লার মুরগী ২৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮০ টাকা করে এবং ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা ডজন দামে। একই সঙ্গে বিক্রি হচ্ছে ৪ পদের মাছ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রেয়াজুল হক জানান, রাজধানীর ২৫টি স্থানে প্রতিদিন সকাল থেকে বিক্রি হবে এসব পণ্য।

পুরো রমজান মাসব্যাপি পণ্য থাকা সাপেক্ষে সারাদিন চলবে এই কার্যক্রম।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button