আওয়ামী লীগরাজধানীরাজনীতি

সাংবাদিককে কারাদণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে জোর: তথ্য প্রতিমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শেরপুর জেলার নকলা সংবাদদাতা শফিউর রানাকে কারাদণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তে জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেকের সঙ্গে কথা বলে বিষয়টির খোঁজখবরও নেন।

সোমবার তথ্য কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে প্রতিমন্ত্রীকে অবহিত করেন প্রধান তথ্য কমিশনার।

এরআগে ৭ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তথ্য কমিশন থেকে তথ্য অধিকার আইনের ২৫(৫) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়।

প্রকাশিত সংবাদে বলা হয়, শেরপুরের নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানা নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করার কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button