রাজনীতি

আগামী রমজানে পণ্যেমূল্য বেঁধে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আগামী রমজানে পণ্যের দাম বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার সকালে সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রোডিনটর্গ এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই।

চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাজার মনিটরিং শুরু হবে কোনোভাবেই তেলের দাম বেশি নেওয়া যাবে না বলেও জানান তিনি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button