ভেজালের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে: শিল্পমন্ত্রী

ভেজালের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে বলে জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।
দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সবাইকে তো আর জেলে দেয়া যাবে না। ব্যবসায়ীতো লস দিবে না, তবে দাম যেন আকাশচুম্বী না হয় সে বিষয়টা আমরা নজরে রাখছি। যারা প্রতারণা করতে চায় তাদের বিরুদ্ধে অভিযান চলবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের একটা ট্রেন্ড আছে। উৎসব আসলেই দাম বেড়ে যায়। রমজানে আমরা অনেক উচ্চাবিলাসি পণ্য সামনে রাখি। অন্যান্য দেশে উৎসবে জিনিষপত্রের দামে ছাড় দেয়া হয়, আমাদের দেশে উল্টো। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছে যারা জিনিষপত্রের দাম বাড়িয়ে সৌদি গিয়ে বসে থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান।
বাংলা টিভি/ রাজ



