fbpx
অর্থনীতিঅন্যান্যবানিজ্য সংবাদ

এক্সিম ব্যাংকের সঙ্গে মিলে যাচ্ছে পদ্মা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ অর্ধবার্ষিক পারফরেমেন্সের ভিত্তিতে করা প্রতিবেদনে রেড জোনের ব্যাংকে ছিল চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। সেই পদ্মা ব্যাংক এখন ইয়োলো জোনে থাকা ইসলামী ধারার বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন পদ্মা ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অনুমতি পাওয়া গেলে এক হয়ে যাবে ব্যাংক দুটি।

উল্লেখ্য মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সংবাদ সম্মেলনে জানান, ব্যাংকগুলো একীভূতকরণে আমানতকারীদের শতভাগ স্বার্থ রক্ষা করা হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button