অন্যান্য
হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার মানিকগঞ্জের বেতিলা ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মানবতার সেবায় উপজেলার বেতিলা ইউনিয়নে সাইফ সিদ্দিক, শাকিল আহমেদ, হৃদয় হোসেন ও সাদ্দাম খানসহ কয়েকজন যুবক মিলে মানিকগঞ্জ হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন নামের একটি সংগঠন গড়ে তোলেন।
সংগঠনটির সদস্য সাইফ সিদ্দিক জানান, গ্রামের অসহায় মানুষের পাশে থাকতে বন্ধুরা মিলে সংগঠনটি গড়ে তোলা হয়েছে। নিজেদের অর্থে পরিচালিত সংগঠনে রমজানে এ খাদ্য সহায়তা করে বেশ ভালো লাগছে।
সংগঠন থেকে আগামী ঈদে দুই শতাধিক পরিবারকে সহায়তার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলা টিভি / রাজ



