রাজধানী

গুলশানের মেজবান ডাইন ও হাতিরপুল কাঁচাবাজারে আগুন

রাজধানীতে ইফতারের আগমুহূর্তে গুলশান-১ এবং হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুইস্থানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর এই দুই স্থানে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে হাতিরপুল কাঁচাবাজার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

এছাড়াও গুলশান-১ মেজবান ডাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button