৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর, রাষ্ট্রযন্ত্র ব্যবহার কোরে সরকার সিন্ডিকেট আর লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, লুটপাট,সম্পদ পাচার,আর দখলদারীত্বে,রাতারাতি কোটিপতি হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। ৭ জানুয়ারি নির্বাচনের পর,দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে,বিএনপিকে নিশ্চিহ্ন করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে সরকার।
এছাড়া, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে,নানা কৌশলে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসিনরা।
সিংক: রুহুল কবির রিজভী,সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির ।
বাংলা টিভি/ রাজ