
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুতে প্রাথমিকভাবে আসামিদের দায় থাকার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ মহিদ উদ্দিন।
রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনার অগ্রগতি সংক্রান্ত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
মহিদ উদ্দিন জানান,যে কোনো ধরনের আত্মহনন ধর্মীয়ভাবে, সামাজিকভাবেও অন্যায়।প্ররোচনার দায়ে দায়ী ব্যক্তিও সমান অপরাধী।
এছাড়া, কারো প্ররোচনায় এ আত্মহত্যা হয়ে থাকে তবে সেটি অবশ্যই বেরিয়ে আসবে।যারা জড়িত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা টিভি/ রাজ



