fbpx
শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ঠেকাবে বিশেষ যন্ত্র

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে, জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যে বুয়েটের সহায়তায় একটি বিশেষ যন্ত্র নিয়ে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সচিব ফরিদ আহাম্মদ। তিনি জানান, ২৯ মার্চের নিয়োগ পরীক্ষায় ‘সুরক্ষা’ নামে এই যন্ত্র পরীক্ষামূলকভাবে পাঁচটি জেলায় ব্যবহার করা হবে।

পরীক্ষায় জালিয়াতির উদ্দেশে কেউ কোন ধরনের ডিজিটাল ডিভাইস রাখলে তার সন্ধান দেবে এই যন্ত্র। যেকোন পাবলিক পরীক্ষা নেয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button