অপরাধ
কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারিক সচেতনতায় গুরুত্বারোপ

ঘরে ঘরে গিয়ে কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব নয়, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকে সচেতন হওয়া জরুরি- বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান ।
সকালে রাজধানীর এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়, প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এসময় ডিএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাং নির্মূলে আইনের যথেষ্ট প্রয়োগ আছে ব্যবস্থাও নেয়া হচ্ছে। কিশোর গ্যাংদের মদদদাতাদের চিহ্নিত করে তালিকা করা হয়েছে।
বাংলা টিভি / বুলবুল