কোচ পাচ্ছে না বায়ার্ন মিউনিখ।টমাস টুখেলকে মৌসুম শেষে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে আছে তারা।সবশেষ জোর গুঞ্জন ছিল, রাল্ফ রাংনিককে নিয়োগ দেওয়ার অনেকটা এগিয়েছিলও জার্মান ক্লাবটি। তবে বিল্ডের খবর অনুযায়ী, বায়ার্নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অস্ট্রিয়া জাতীয় দলের বর্তমান কোচও।
এটা একটা বড় ধাক্কাই বায়ার্নের জন্য।ব্যক্তিগত কারণ দেখিয়ে নাকি বায়ার্নের দেওয়া প্রস্তাবে না করে দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
এর আগে প্রথমে বায়ার্নের সম্ভাব্য কোচ হিসেবে এসেছিল জাবি আলোনসোর নাম। প্রস্তাবটি বিবেচনা করলেও লেভারকুসেনকে বুন্দেসলিগা জিতিয়ে তিনি আগামী মৌসুমে দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর ক্লাবটির সাবেক কোচ নাগেলসমানকে আবার ফেরানোর আলোচনা উঠেছিল। তবে তিনিও জার্মানি জাতীয় দলের কোচের দায়িত্বে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
হাই-প্রোফাইল তিন কোচের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া আরও দীর্ঘতর হল বায়ার্নের। ক্লাবটির ভক্তরা টুখেলকে রেখে দিতে পিটিশন করলেও দলটি স্পষ্ট করে জানিয়েছে, এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও টুখেলকে আর রাখা হবে না ।
বুন্দেসলিগায় এখন দুইয়ে থাকা বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সাথে ড্র করেছে ২-২ গোলে।
ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি