অন্যান্য
হজযাত্রায় অনিয়মে অভিযুক্ত এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা : ধর্মমন্ত্রী
হজ ব্যবস্থাপনায় যেসব এজেন্সি বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তাদের কঠোর শাস্তির আওতায় আসতে হবে বলে জানিয়েছেন, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
সকালে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বমুহূর্তে আশকোনা হাজী ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফরিদুল হক খান বলেন, যেসব এজেন্সি হাজী প্রেরণে প্রতারণা করেছে, হজ্বের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার মোট ৮৫ হাজার হাজীর মধ্যে এখনো ১৫ হাজার হজ্বযাত্রী যাওয়া বাকী। সব ঠিক থাকলে আগামী ১২ জুনের মধ্যে বাকী হজ্বযাত্রী সৌদি আবর পৌঁছে যাবেন জানান ধর্মমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল