সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় লুট হওয়া অস্ত্র আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন।
সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি কঠোরভাবে নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে (সোমবারের মধ্যে) অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “অস্ত্র জমা না দিলে দুটি মামলা হবে। একটি হচ্ছে- অবৈধ অস্ত্র মামলা। অন্যটি হচ্ছে- সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র কাছের রাখার মামলা। সেটার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে”।
“যদি নিজেরা জমা দিতে না পারেন তাহলে কারো মাধ্যমে দেন। যেটাই হোক এই অস্ত্রগুলো আমাদের দরকার”, তিনি বলেন।
সাখাওয়াত হোসেন আরো বলেন, “দেখলাম একটা ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে চলে গিয়েছে। এই অস্ত্র ফেরত আসে নাই। যেসব অস্ত্র পুলিশ, র্যাবকে দেয়া হয়েছে, সেটা সিভিলিয়ানদের জন্য অথরাইজড না, এটা নিষিদ্ধ অস্ত্র। ব্যাপক তদন্ত করে দেখা দরকার, এরা কারা। কাদের হাতে নিষিদ্ধ অস্ত্র। এখানে শট গানও আছে। এটা খুবই উদ্বেগজনক। আমরা চেষ্টা করবো এদের খুঁজে বের করার।”