fbpx
Uncategorized

সমুদ্রতীরে বাইডেনের সূর্যস্নান

ফুরফুরে মেজাজে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলওয়ারে নিজের বিচ হাউজে ছুটি কাটাচ্ছেন তিনি। সেই সাথে শর্টস পরে চালাচ্ছেন সাইকেল। সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এমএসএন এ তথ্য জানায়।

baidenপ্রতিবেদনে বলা হয়, রিহোবোথ সৈকতে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে কাটাচ্ছেন অলস দুপুর। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সমুদ্রে সৈকতে প্রেসিডেন্টের সূর্যস্নানের দৃশ্য।

সিক্রেট সার্ভিসের এজেন্টদের কড়া নিরাপত্তার মধ্যে সাগড়পাড়ের কড়া রোদে শুয়ে শুয়ে মোবাইল ফোন স্ক্রল করতে দেখা যায় তাকে। এরপর ভক্ত-অনুরাগীদের সাথে সেলফি-ও তোলেন তিনি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবার, ডেলওয়ারে নিজের বাড়িতে অবসর কাটাতে গেলেন জো বাইডেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button