সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে, ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে সদরঘাট এলাকার দায়িত্বে থাকা কোতয়ালী থানা বা লালবাগ জোনের কোন কর্মকর্তারা এ ধরনের আটকের তথ্য জানাতে পারেননি।
সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ২০০৯ সাল থেকে তিনি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলাটি বাতিল করে দেয় উচ্চ আদালত।
অন্যদিকে শেখ হাসিনার সরকারের সময় পরপর দুইবার আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক। হাসিনা সরকারের পতনের শেষ সময় পর্যন্ত প্রায় দশ বছর আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক।