fbpx
বাংলাদেশ

পরিবারের মাঝে বিভেদ করার কোনও প্রশ্নই আসে না: ড. ইউনূস

“বড় রকমের বিভেদের কথা আমরা শুনছি, বিমানবন্দরে নেমে আমি বলেছিলাম, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যেটা এক পরিবার। এখানে পরিবারের মাঝে কোনও বিভেদ করা, পার্থক্য করার কোনও প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি মানুষ। এটি আমরা নিশ্চিত করতে চাই,” বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ধর্ম বা জাতি দিয়ে নিজেদেরকে বিভক্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সমস্ত সমস্যার গোঁড়ায় হলো, আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি, সবকিছু পচে গেছে। ন্যায়বিচার হলে কে বিচার পাবে না? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের? এই সম্প্রদায় হলে এই আদালত, ওই সম্প্রদায় হলে ওই আদালত?…আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে?”

গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতায় উদ্বুদ্ধ করে ড. ইউনূস বলেন, “আমাদেরকে বলতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটিই আমাদের মূল লক্ষ্য। আপনারা সব সরকারের কাছে বলবেন— আমি মানুষ, আমি বাংলাদেশের মানূষ, আমার সাংবিধানিক অধিকার এই, আমাকে দিতে হবে।”

সব শেষে দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে বলেন তিনি এবং সকলের সাহায্য চান।

“আপনারা ধৈর্য ধরেন, আমাদেরকে সাহায্য করেন। কিছু করতে পারলাম কি পারলাম না, পরে বিচার কইরেন। না পারলে পরে দোষ দিয়েন,” যোগ করেন প্রধান উপদেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button